avertisements 2

মাইক ভাড়া গালি দেয়া সেই যুবককে টাকা দিল ব্যাংক, যাচ্ছেন বিদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর,সোমবার,২০২৫ | আপডেট: ০১:৩০ এএম, ২৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

Text

বিদেশে যাওয়ার জন্য ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা যুবক সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। তার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ব্যাংক।

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি নিজেই।

বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা ব্যাপক আলোচনার ঝড় তোলে।

একুশে টেলিভিশনে এ ঘটনার প্রতিবেদন প্রকাশিত হলে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ব্যাংক। যুবক রাব্বিকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে।


এ প্রসঙ্গে সারোয়ার হোসেন রাবিব বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। সেখানে সকল কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। সবার দোয়া চাই।’

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘গণমাধ্যমের খবরে রাব্বির বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে স্থানীয়দের সহায়তায় তার সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।’


যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়ে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন রাব্বি। অনেকদিন ধরেই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু প্রয়োজনীয় টাকার জন্য বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করেনি। এদিকে তার ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। এমন ভাবনায় তার মধ্যে ক্ষোভের জন্ম নেয়।

এমন ক্ষোভ থেকে ৫০০ টাকায় মাইক ভাড়া করে গত শুক্রবার (১৭ অক্টোবর) এলাকাবাসীকে গালাগাল করেছেন তিনি। গালাগালের সেই ভিডিও রেকর্ড করে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন রাব্বি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা প্রথমে তেমন কিছু বুঝতে পারেননি। পরে তারা ভিডিওটি দেখে কিছুটা অপমানিত ও বিস্মিত হয়েছেন। 

রাব্বি জানান, তিনি বিবাহিত তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে তিনি অটোরিকশা চালাচ্ছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2