রংপুরে হিন্দু শাখা কমিটি নিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১০:৫৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রংপুরের পীরগাছায় ‘হিন্দু শাখা কমিটি’ গঠন নিয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভা হয়েছিল। যোগাযোগ রক্ষার সুবিধার্থেই তাদের কয়েকজন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনের আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। প্রয়োজনে তাদের নিয়ে আমরা আবারও বসব।’
এর আগে শুক্রবার রাতে পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় শেষে একটি কমিটি গঠন করা হয়। সভায় হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে মিঠাপুকুরের মির্জাপুর বছির উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণকে সভাপতি ও ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সহসভাপতি হিসেবে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।
এ ব্যাপারে মতবিনিময় সভায় উপস্থিত থাকা তাপস চন্দ্র রায় বলেন, এখানে কোনো চাপ দেখছি না। বিভেদেরও কারণ দেখি না। কমিটির সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দাস বলেন, জামায়াতের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের যোগাযোগ, বিপদে-আপদে পাশে থাকা, বিভিন্ন সাহায্য-সহযোগিতার জন্যই কমিটি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ সমকালকে বলেন, ‘বেশি কিছু বলতে পারব না, খুব চাপে আছি। আজকেই আমি পদত্যাগ করব।’ তবে রাত পৌনে ৯টায় এ খবর লেখা পর্যন্ত তাঁর পদত্যাগের খবর পাওয়া যায়নি।