avertisements 2

 ফের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুন,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:০৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। এর আগে একই স্থানে ২৪ মে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ১৩নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।

তবে আগুনের সূত্রপাত এখনো স্পষ্ট নয় বলে তিনি জানান। এর আগে গেল শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের সাড়ে ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2