হেলিকপ্টারে বিদেশী বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী, উৎসুক জনতার ভিড়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৪৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুকে বিয়ে করেন সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম।
সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টার করে বাড়ি ফিরেছেন এক প্রবাসী যুবক। নবদম্পতিকে এক নজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। হেলিকপ্টার থেকে নামলে তাঁদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন স্থানীয়রা।
আজ শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে নবদম্পত্তি উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন।
সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মুকুল প্রামানিকের ছেলে। তিনি ইন্দোনেশিয়ান নারী জেরিন জানুকে বিয়ে করেন। জেরিন জানু ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।
জানা যায়, রেজাউল করিম প্রায় ১৫-১৬ বছর যাবত সিঙ্গাপুরের একটি কম্পানিতে চাকরি করছেন।
সেখানে থাকা অবস্থায় ইন্দোনেশিয়ার ওই নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত বছরের ২১ নভেম্বর তারা বিয়ে করেন।
রেজাউল করিমের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, সিঙ্গাপুর প্রবাসী ভাতিজা রেজাউল ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছে।
এজন্য এলাকাবাসী আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে। রেজাউল ছোট থাকতে ওর বাবা মারা গেছেন। সে বেঁচে থাকলে হয়তো আজ অনেক খুশি হতেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের সংস্কৃতি মেনে আগামীকাল রবিবার তাদের আবারো বিয়ে দেওয়া হবে।
এজন্য বাড়িঘর সাজানো হয়েছে। আত্বীয়-স্বজন ও গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে বিয়ের উৎসব চলছে।
প্রবাসী রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। অনেক লোকজন আমাদের দেখতে এসেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য ভাল লাগছে।