গাজীপুরে দেয়াল ছাড়াই হাসপাতালের ফ্লোর, ১২তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:১৫ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
দেয়াল ছাড়াই হাসপাতাল ভবনের ফ্লোর। ছবি : সংগৃহীত
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২তলার দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে ১০ম তলায় পড়ে গিয়ে হাসপাতালে চিকিসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ মে) রাতে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৭০) গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ১২তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিন। তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিহতের স্ত্রী ধূমপান করতে বারণ করলেও, পাশের নামাজের কক্ষে গিয়ে এক পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলেন জিল্লুর। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান দিয়ে ১২তলা থেকে ১০তলায় পড়ে যান এবং গুরুতর জখম হন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি। তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদর থানার ওসি সৈয়দ মো. রফিউল করিম রাফি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।