টিসিবি চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়ল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:০১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
এক লাফে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে টিসিবির চিনির দাম ছিল কেজি প্রতি ৭০ টাকা।
আজ বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিসিবি। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।
চিনির দর বাড়ানোর বিষয়ে নিয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাজারে এখন চিনির দাম বেশি। তাই এ দামের সঙ্গে সমন্বয় করতে টিসিবির চিনির দাম বাড়ান হয়েছে।
এদিকে চট্টগ্রামে এস আলমের চিনির গুদামে লাগা আগুনের প্রভাব বাজারে পড়বে না বলে আশ্বস্ত করা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাজধানীর খুচরা বাজারে অনেকটাই নীরবে কেজিপ্রতি ২ টাকা দাম বেড়েছে চিনির। বাড়তি খোলা চিনির দামও।
এমনিতেই রমজান মাসে বরাবরই চিনির চাহিদার সঙ্গে বাড়ে দাম। এবার চট্টগ্রামে চিনির গুদামে আগুনের উত্তাপ ছড়িয়েছে বাজারে। হঠাৎই প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৪ থেকে বেড়ে হয়েছে ১৪৬ টাকা। আর খোলা চিনির বস্তায় বেড়েছে ৩০ টাকা পর্যন্ত।
চিনি টিসিবি দাম