avertisements 2

৬৮ বছরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মহিলা মেম্বার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মার্চ,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৬:০৩ এএম, ২১ জানুয়ারী, বুধবার,২০২৬

Text

সিরাজগঞ্জের তাড়াশে ৬৮ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসলেন নারী ইউপি সদস্য। উপজেলার জাফর ইকবাল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এ বছর পরীক্ষা দিচ্ছেন তিনি। পরীক্ষার্থী মহিলা মেম্বারের নাম খোদেজা খাতুন। তিনি বারুহাস ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য। 

জানা যায়, শিশুকাল থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ ছিল তার। কিন্তু অভাবের কারণে অন্যের বাড়িতে কাজ করে বড় হয়েছেন। সততার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত হন খোদেজা খাতুন। দুইবারের নির্বাচিত ইউপি সদস্য হয়েও হোটেলে থালা-বাসন মেজে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

খোদেজা খাতুন বলেন, আমার বাবা ভিক্ষা করত। অভাবের কারণে আমাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। যেখানে কাজ করেছি সেই বাড়িতেই বড় হয়েছি। তারাই আমাকে বিয়ে দিয়েছেন। পড়ালেখার শখ থাকলেও তা সম্ভব হয়নি। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এসএসসি পরীক্ষা ভালো হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2