avertisements 2

ফেসবুকে বিদেশি নারী সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২৪ | আপডেট: ০৩:৫৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় নারীর পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আজিম খান ওরফে বিদ্যুৎ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি বলেন, শুক্রবার রাতে শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতার বিদ্যুৎ নিজেকে ভারতীয় নারী পরিচয়ে ফেক ফেসবুক আইডি খুলে সুন্দরী মেয়ের ছবি দিয়ে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এর পর বন্ধুত্ব গড়ে তোলার একপর্যায়ে অশ্লীল ছবি-ভিডিও প্রদান করে নানাভাবে প্রলুব্ধ করে ভুক্তভোগীকে। 

পরে সুকৌশলে ভিকটিমের নগ্নছবি ও ভিডিও ধারণ করে। এসব ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2