সাকিবের প্রচারণায় মাশরাফি, সাথে সৌম্য-সাব্বির-রনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:৪৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের প্রচারণায় যোগ দিয়েছেন নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) খোলা গাড়িতে করে মাগুরা শহর ঘুরে নৌকার পক্ষে ভোট চেয়েছেন তিনি।
এর আগে, দুপুরে প্রচারণায় যোগ দিতে মাগুরা জেলা পরিষদ ডাকবাংলোয় যান মাশরাফী। এ সময় তার সাথে ছিলেন জাতীয় দলের সতীর্থ সৌম্য সরকার, রনি তালুকদার, দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমান ও আবু হায়দার রনি।
এ সময় গাড়ি থেকে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে সাকিবের জন্য ভোট চান মাশরাফী বিন মোর্তজা। ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড় ঘুরে ভায়না মোড় গিয়ে শেষ হয় তাদের প্রচারণা। এছাড়া আওয়ামী নেতাকর্মীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন মাশরাফি।
রাজনীতির মাঠে সাকিব নবাগত হওয়ায় তাকে উৎসাহ দিতেই মাগুরা ছুটে গেছেন বলে জানান এই সাবেক টাইগার অধিনায়ক। নিজের প্রচারণা রেখে সাকিবের পাশে দাঁড়ানোয় মাশরাফীকেও ধন্যবাদ জানান সাকিব আল হাসান।