avertisements 2

এবার চিকিৎসা ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৪৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

চিকিৎসার ব্যবস্থাপত্র ছবি: সংগৃহীত     

ময়মনসিংহ-৪ আসনে চিকিৎসার ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ভোট চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ত।
 

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল ইন্টার্ন চিকিৎসক সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে চিকিৎসার ব্যবস্থাপত্রে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। চিকিৎসার ব্যবস্থাপত্রে এমন প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই সবাইকে মানতে হবে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর এমন কাজটি দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় বহন করে।

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সঞ্জীব সরকার বলেন, আইডিয়াল প্রেসক্রিপশনেই রোগীদের প্রেসক্রাইব করা হয়েছে। যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের আয়োজনে ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তাই প্রেসক্রিপশনে তার ছবি এবং প্রতীক ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, চিকিৎসার ব্যবস্থাপত্রে ভোট চাওয়ার অভিযোগ পেয়েছি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যবস্থাপত্রে যারা ভোট চেয়েছেন, তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2