‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’: সেই ইউপি চেয়ারম্যানকে জরিমানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:২৫ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। ছবি: সংগৃহীত
‘বিএনপি সমর্থিত ভাইয়েরা নৌকা মার্কায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’ টাঙ্গাইলে এমন মন্তব্য করা ইউপি চেয়ারম্যানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযুক্ত ওই চেয়ারম্যান আব্দুর রউফ মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রোববার (১০ ডিসেম্বর) রাতে একটি ওয়াজ মাহফিলে এ বক্তব্য দেন রউফ। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রউফকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়ার সঙ্গে মোবাইলে একতাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি ফোন বন্ধ করে রেখেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ যে বক্তব্য দিয়েছেন এটি খুবই নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, সরকার যাচ্ছেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন। প্রশাসনও সে দিক লক্ষ্য করে সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। একজন ইউপি চেয়ারম্যান কখনো ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখাতে পারেন না।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। একজন জনপ্রতিনিধি ভোটারদের এভাবে প্রকাশ্যে হুমকি দিতে পারেন না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।