avertisements 2

প্রতিমন্ত্রীর নির্দেশে ঘুষের টাকা ফেরত দেওয়া হলো ডিবিতে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:১৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেনের নির্দেশে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া ঘুষের ৯ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। আজ রবিবার প্রতিমন্ত্রীর এক ঘনিষ্ঠজন রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে ভুক্তভোগী আবু সুফিয়ানের কাছে টাকা ফেরত দেন। ডিবির একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কালের কণ্ঠকে বলেন, ‘আমি শুনেছি ডিবিতে ৯ লাখ ফেরত দেওয়া হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানতে পারি, আমার নামে কিছু লোক এই টাকা নেয়। পত্রিকায় এ নিয়ে নিউজ দেখে সতর্ক হই। এরপর তাদের খুঁজে বের কর টাকা ফেরত দিতে বলি।’

ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘৯ লাখ টাকা ডিবিতে ফেরত দেওয়া হয়েছে।
যারা আবু সুফিয়ানের মাধ্যমে টাকা দিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তারা যেন টাকা বুঝে পান সেটা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘আবু সুফিয়ানকে ওই সব ব্যক্তিদের নাম ও ফোন নম্বর দিতে বলা হয়েছে, এই টাকা যাদের দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য। ফেরত দেওয়া টাকা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।’

আবু সুফিয়ান বলেন, ‘ওনারা আমাকে বলেছেন, দু-এক দিন পরে এসে টাকা নিয়ে যাবেন।

চাকরির জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে তিনজনকে বাসায় ডেকে নিয়ে পেটানোর অভিযোগ ওঠে জাকির হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে গত শুক্রবার প্রতিমন্ত্রী মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেছিলেন, ‘আমি ঘুষ নিয়েছি প্রমাণ করতে পারলে টাকা ফেরত দেব।’

প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘প্রথমত আমি চাকরি দেওয়ার নামে কারো কাছ থেকে কোনো টাকা নিই নাই। যারা এই মিথ্যা ছড়াচ্ছে, তারা যদি প্রমাণ করতে পারে আমি ঘুষ নিয়েছি, তাহলে আমি নিজে ওদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব।’

অভিযোগ অনুযায়ী, ৭ ডিসেম্বর মারধরের ঘটনার দিন ভুক্তভোগী তিনজনের মধ্যে দুজন প্রতিমন্ত্রীর বাসা থেকে নির্যাতিত হয়ে পালিয়ে যান।
আবু সুফিয়ান নামের একজন প্রাণ বাঁচাতে মন্ত্রীর বাসার দেয়াল টপকে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় তাকে আটক করেন ডিবি সদস্যরা। সর্বশেষ গত শুক্রবার আবু সুফিয়ানকে ছেড়ে দেন ডিবির সদস্যরা। 

ভুক্তভোগী আবু সুফিয়ানসহ অন্যদের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে প্রতিমন্ত্রীকে ৯৪ লাখ টাকা দিয়েছিলেন তাঁরা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে দেননি প্রতিমন্ত্রী। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিয়েছিলেন তাঁরা। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী টাকা ফেরত দেওয়ার কথা বলে মিন্টো রোডের সরকারি বাসভবনে ডেকে নিয়ে তাঁদের মারধর করেন। ওই বাসা থেকে দেয়াল টপকে পাশের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ঢোকেন আবু সুফিয়ান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2