avertisements 2

ওসি বদলে শুভঙ্করের ফাঁকি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ডিসেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৫৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ বা সুপারিশে সারা দেশে ওসি বদলি নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকি। বদলি হওয়া ঢাকা মেট্রোপলিটনের ওসিরা থেকে গেলেন ঢাকাতেই। নির্বাচন কমিশনের অনুমোদনের পর সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ডিএমপির ৩৪ জন ওসি রয়েছেন। তালিকায় দেখা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার মধ্যে যে ৩৪ জন ওসিকে বদলি করা হয়েছে তাদের ঢাকাতেই বিভিন্ন থানার দায়িত্ব দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দফতর এক প্রজ্ঞাপনে ৩৩৮ থানার ওসিকে বদলির কথা জানিয়েছে। সদর দফতরের পার্সোন্যাল ম্যানেজমেন্ট শাখা-২ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়েছে। এতে বলা হয়, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ৩৩৮ ওসিকে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলিকৃতদের মধ্যে ডিএমপির একজন ওসিকে থানা থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। ডিবি থেকে একজনকে ওসি করা হয়েছে। তবে ঢাকার মতোই অন্যান্য মহানগরেও তেমন রদবদল হয়নি। ঢাকার বাইরে অনেক ওসিকে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তবে ঢাকার আশপাশের ওসিদের দু-একটি ব্যতিক্রম ছাড়া একই জেলায় কিংবা পার্শ্ববর্তী জেলার থানায় বদলি করা হয়েছে।

ওসিদের বদলির প্রজ্ঞাপনে দেখা গেছে, সবচেয়ে বেশি এক জেলা থেকে অন্য জেলায় ওসি বদলি করা হয়েছে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার আলোচিত ওসি তোফায়েল আহমেদকে একই জেলার বাঁশখালী থানায় বদলি করা হয়েছে।

তালিকায় থাকা সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায়, সোনারগাঁ থানার ওসিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বদলি করা হয়েছে। বদলির তালিকায় মানিকগঞ্জের সাত থানার ওসিদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছে। গাজীপুরের একটি থানার ওসিকে বদল করে সাভার থানায় দেয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকার ১১ জন ওসি নানাভাবে ৫ থেকে ১০ বছর পর্যন্ত ঘুরেফিরে ডিএমপির বিভিন্ন থানায় থাকছেন। দেড় থেকে দুই বছরের মধ্যে থানার ওসিদের বদলির নিয়ম রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের একটি সূত্র। তবে ডিএমপির ৫০ থানার মধ্যে অন্তত ২১ থানার ওসি ডিএমপিতেই দুই বছরের বেশি সময় ধরে চাকরি করছেন।

সূত্র মতে, পুলিশ পরিদর্শক বি এম ফরমান আলী ২০১৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় ওসি হিসেবে যোগ দেন। পরে তাকে মতিঝিল থেকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়। সেখান থেকে ডিএমপির বিমানবন্দর থানার ওসির দায়িত্ব দেয়া হয় তাকে। পুলিশের এই কর্মকর্তাকে গত বছর গুলশান থানার ওসি করা হয়। প্রায় ১০ বছর ঘুরেফিরে তিনি ডিএমপিরই বিভিন্ন থানায় দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচন উপলক্ষে বদলি হওয়া ওসিদের তালিকায় তারও নাম রয়েছে। তবে তাকে গুলশান থেকে বদলি করে যাত্রাবাড়ী থানায় দেয়া হয়েছে।

এ ছাড়া বদলিকৃত ডিএমপির ৩৪ জনের মধ্যে খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হককে বনানী থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে মিরপুর মডেল থানায়, বনানী থানার ওসি মো: মোস্তাফিজুর রহমানকে গেন্ডারিয়ায়, তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদারকে শাহআলী থানায়, উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলমকে সূত্রাপুর থানায়, উত্তরখান থানার ওসি কাজী আবুল কালামকে কদমতলী থানায়, উত্তরা পূর্ব থানার ওসি মো: নাসির উদ্দিনকে ভাষানটেক থানায়, শাহআলী থানার ওসি মো: আমিনুল ইসলামকে নিউমার্কেট থানায়, দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশারকে খিলক্ষেত থানায়, মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে তেজগাঁও থানায়, ভাষানটেক থানার ওসি জানে আলম মুনশীকে ওয়ারী থানায়, পল্লবী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়াকে কোতোয়ালি থানায়, শেরেবাংলানগর থানার ওসি উৎপল বড়–য়াকে রমনা মডেল থানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলামকে গুলশান থানায়, তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসানকে পল্লবী থানায়, হাজারীবাগ থানার ওসি মু. আহাদ আলীকে শেরেবাংলানগর থানায়, কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে কামরাঙ্গীরচর থানায়, শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদকে হাজারীবাগ থানায়, রমনা থানার ওসি মো: আবুল হাসানকে উত্তরা পশ্চিম থানায়, পল্টন থানার ওসি মো: সালাহ উদ্দীন মিয়াকে খিলগাঁও থানায়, সবুজবাগ থানার ওসি মো: আতিকুর রহমানকে শ্যামপুর থানায়, খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লাকে পল্টন মডেল থানায়, ওয়ারী থানার ওসি মো: মোস্তাজিরুর রহমানকে শাহবাগ থানায়, সূত্রাপুর থানার ওসি মো: মইনুল ইসলামকে বংশাল থানায়, বংশাল থানার ওসি মো: মজিবুর রহমানকে উত্তরা পূর্ব থানায়, কোতোয়ালি থানার ওসি মো: শাহীনুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, গেন্ডারিয়া থানার ওসি মো: আবু সাঈদ আল মামুনকে উত্তরখান থানায়, কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহাকে সবুজবাগ থানায়, যাত্রাবাড়ী থানার ওসি মো: মফিজুল আলমকে কলাবাগান থানায়, শ্যামপুর থানার ওসি মো: নজরুল ইসলামকে দারুস সালাম থানায়, কামরাঙ্গীরচর থানার ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে তুরাগ থানায়, ডিবি (লালবাগ) পরিদর্শক এ বি এম মশিউর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এবং নিউমার্কেট থানার ওসি মো: শফিকুল গনি বাবুকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়। পরে ওসিদের বদলির প্রস্তাব পাঠানোর সময় বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2