হেলিকপ্টারে মনোনয়ন জমা দিতে গেলেন সাবেক এমপি দম্পতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:২৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফেনী যান সাবেক এমপি রহিম উল্যাহ দম্পতি। ছবি: সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রাথীর মনোনয়ন জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজীতে গেলেন সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ ও তার স্ত্রী পারভিন আক্তার। তারা দুজনই ওই আসনের মনোনয়ন প্রত্যাশী।
আজ সোমবার বিকেলে সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। বিপুল সংখ্যক সমর্থক তাদের ফুল দিয়ে অভিবাদন জানান।
পরে তারা মিছিল নিয়ে বাসভবন সালমা গার্ডেন হাউজে যান।
রহিম উল্যাহ সাংবাদিকদের জানান, তারা দুইজনই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। আজ সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও সাবেক সংসদ সদস্যের শ্বশুর আবুল খায়ের মাস্টার।
হেলিকপ্টারে এলাকায় যাওয়ার বিষয়ে তিনি জানান, বিএনপি ও সমমনা দলের সপ্তম দফায় ডাকা অবরোধের কারণে আকাশ পথে ঢাকা থেকে বাড়িতে যান।
আগামীকাল বুধবার তারা দুইজনেই মনোনয়ন ফরম জমা দেবেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আবুল বাশারের নাম ঘোষণা করা হয়।