চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:৫১ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

ফাইল ছবি।
নগরের বায়েজিদের রৌফাবাদ এলাকায় একটি ৬ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় হেলে পড়া ভবনে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জালাল আহমেদ সিভয়েসকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে ভবন হেলে পড়ার খবর আসে। যতটুকু জেনেছি ভবনের পাশে নালা বা ড্রেনের কাজ চলছে। ধারণা করছি, এ কারণে ভবন হেলে পড়ার ঘটনা ঘটতে পারে। তবে বিস্তারিত আরও পরে জানা যাবে।’
একই বিষয়ে বায়েজিদ থানার ওসি তদন্ত সুজন কুমার দে সিভয়েসকে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর বাইরে আপাতত কোনো কিছু বলতে পারছি না। বিস্তারিত পরে জানা যাবে।’