avertisements 2

যুব মহিলা লীগ নেত্রীর মামলায় স্বামী ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৫৫ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ সাব্বির, ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তারের করা মামলায় তার স্বামী জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
দেশে রিজার্ভের পরিমাণ কত, জানাল বাংলাদেশ ব্যাংক

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুন মামলার বাদী ও রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

ফারুক আহমেদ সাব্বির রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, মনিকা আক্তার জেলা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সে সময় কোনো পদে ছিলেন না বলে দাবি করেছেন সংগঠনটির শীর্ষ নেত্রীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2