avertisements 2

খালে পড়ে ছিল বিদ্যুতের তার, স্পর্শে গেল চাচা-ভাতিজার প্রাণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:০৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ বাড়ির পাশে খালের পাড় থেকে পাটকাঠির বোঝা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলপাড়া গ্রামের নুরু মোল্লা (৭৫) ও তাঁর আপন ছোট ভাই আনোয়ার হোসেন মোল্লার ছেলে শামীম মোল্লা (৩২)।

পুলিশ, মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ কৃষক নুরু মোল্লা। তাঁর নিজ বাড়ির পাশে খালের পানিতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল।

আজ দুপুর পৌনে ২টার দিকে ওই খালের পাড় থেকে পাটকাঠির বোঝা আনতে যান নুরু মোল্লা। এ সময় হেঁটে খাল পার হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি হাঁটুপানিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর খালের পানিতে বৃদ্ধ নুরু মোল্লাকে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে আসেন শামীম মোল্লা। কারো কথা না শুনে বৃদ্ধ চাচাকে বাঁচাতে খালের পানিতে নামেন ভাতিজা শামীম।

এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাঁটুপানিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই খাল থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নুরু মোল্লা ও তাঁর ভাতিজা শামীম মোল্লাকে মৃত ঘোষণা করেন। আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়রুজ্জামান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, খালের পানিতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ওই দুজনের মৃত্যু হয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2