গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, বিএডিসির কর্মকর্তা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৬:১৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত
রংপুরে বাথরুমের ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণের সময় রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক জাফরুল হাসান জুয়েলকে (২৯) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।
রোববার (১৫ অক্টোবর) ঘটনার সত্যতা পাওয়ায় মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) বিকালে নগরীর মুনসিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
জুয়েল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দালালপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে। সে রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের নবম গ্রেডের কর্মকর্তা। বর্তমানে সে অধিদপ্তরের রংপুর সবজি বীজ উৎপাদন খামারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমান জানায়, শনিবার এলাকাবাসীর থেকে কেউ একজন ৯৯৯-এ কল করে জানায় এক গৃহবধূর গোসলের দৃশ্যধারণ করার সময় জাফরুল হাসান জুয়েল নামের এক ব্যাক্তিকে আটক করে রেখেছে তারা। জুয়েল ঘটনার স্বীকারোক্তি দেয় আমাদের কাছে। পুলিশ তার মোবাইল ফোনে ভুক্তভোগীর বাড়ির বাথরুমে ধারণ করা ২১ সেকেন্ড এবং সাত সেকেন্ডের দুটি গোসলের নগ্ন ভিডিও ক্লিপ উদ্ধার করে। ভুক্তভোগীর স্বামী তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।