avertisements 2

বিদেশ থেকে গোপনে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী রিপন মিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:১৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রিপন মিয়া ছবি: সংগৃহীত 

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রী রাখিয়া সুলতানা রিয়া হত্যায় তার স্বামী রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে রিপন মিয়া জানান, স্ত্রী অন্য কারো সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে এমন সন্দেহে বিদেশ থেকে গোপনে দেশে আসেন তিনি। পরে স্কুলে যাওয়ার পথে রিয়ার ওপর মুখোশ পরে হামলা চালান।

শুক্রবার টাঙ্গাইল থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপনের মা-বোনকেও আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বেলা ১২টার দিকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভালুকার বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিয়াকে কুপিয়ে হত্যা করে এক মুখোশধারী যুবক। পরে রিয়াকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়া কাচিনা ইউনিয়নের বাটাজোর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদের মেয়ে।

পুলিশ আরও জানায়, এক বছর আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাওশা গ্রামের মানিক মিয়ার ছেলে রিপন মিয়ার সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের ১৫ দিনের মাথায় সৌদি আরব চলেন যান রিপন। স্বামী প্রবাসে চলে যাওয়ার কিছুদিন পর সে আর সংসার করবে না জানিয়ে কাবিনের ৮ লাখ টাকা চেয়ে চাপ দিতে থাকে। একপর্যায়ে স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রিয়া।

এরই মধ্যে রিপন জানতে পারেন অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন রিয়া। এতে ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর গোপনে দেশে আসেন রিপন। এরপর স্ত্রীর পিছু নেন।

গত ৮ অক্টোবর স্কুলগেটে এক ছেলের সঙ্গে রিয়াকে কথা বলতে দেখে রিপনের সন্দেহ আরও ঘনীভূত হয়। এর পরদিন স্কুলে যাওয়ার পথেই রিয়াকে কুপিয়ে হত্যা করেন রিপন।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, দাম্পত্য কলহ, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া এবং সন্দেহের বশবর্তী হয়ে রিপন তার স্ত্রীকে হত্যা করেছে বলে জানিয়েছে। আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2