একসাথে চার সন্তানের জন্ম দিলেন পুতুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:১৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি: সংগৃহীত
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মুক্তা আক্তার পুতুল(২৪)। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
শুক্রবার রাত দুইটার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক চার শিশু ভূমিষ্ঠ করেন চিকিৎসকরা।
শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসূতি মা ও সন্তানেরা সুস্থ আছে। শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক অবয়ব স্বাভাবিক রয়েছে।
নবজাতকদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। তাদের সংসারে সাত বছরের একটি মেয়ে রয়েছে। বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। সিদ্দিক প্রবাসে থেকে স্বজনদের সঙ্গে কথা বলে সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।