মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০২:০৭ এএম, ২০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ার চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জাহাজে কত জন ছিল এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ।
তিনি জানান, আমরা খবর পেয়েছি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আধা ঘণ্টার মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে রওনা হয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘সিরিয়াল কিলার’সম্রাটের বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীনতার ছদ্মবেশে করেছেন ৬ খুন!
বিজিবির সৈনিক হিসেবে সীমান্ত রক্ষার দায়িত্বে, সীমান্তে নিহত ফেলানীর ভাই
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত





