avertisements 2

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ‘বিপাকে’ সেই আওয়ামী লীগ নেতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৩৮ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন আব্দুল মোতালেব হাওলাদার নামে সেই আওয়ামী লীগ নেতা। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে এক ফেসবুক পোস্টে আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার তার ফেসবুক ওয়ালে লিখেছেন, রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি)। 

স্ট্যাটাসটি আওয়ামী লীগ নেতা-কর্মীদের নজরে আসলে শুরু হয় সমালোচনার ঝড়। সাংগঠনিক ব্যবস্থা থেকে শুরু করে দল থেকে বহিষ্কারের দাবি করছে নেতা-কর্মীরা। যতই সময় গড়াচ্ছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ততই ক্ষোভের পরিমাণ বেড়ে চলছে। 

বাউফল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, শেখ হাসিনা মানবতার মা, তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন। তিনি (শেখ হাসিনা) যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশ পাঠালে সেটা আরও একবার প্রমাণ হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না। 

বাউফলের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারেক মিয়া বলেন, এটা সংগঠন বিরোধী কাজ, আমি বিব্রত। এ বিষয়ে নিশ্চয় সংগঠন ব্যবস্থা নেবে। 

বাউফল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে এমন স্ট্যাটাস আত্মঘাতী ঘটনা। এ অপরাধের সাংগঠনিক শাস্তি হওয়া উচিত। 

বাউফল উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ বলেন, আমি তাকে দল থেকে বহিষ্কারের দাবি করছি। 

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, দলের বিরুদ্ধে বিএনপিকে খুশি করার মত এমন স্ট্যাটাস দেওয়ার জন্য তার বহিষ্কার দাবি করছি।  

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ রকম স্ট্যাটাস দেওয়ার অধিকার রাখেন না। তিনি এমন কাজ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এ ঘটনায় তাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকজ নোটিশ করা হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2