avertisements 2

ব্যাডমিন্টন মাঠের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ায় পিটিয়ে হাসপাতালে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০১ এএম, ২৬ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৬:১১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ময়মনসিংহের ধোবাউড়ার দর্শা গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের ধোবাউড়া সাব জোনাল অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় ফিসারি ও ব্যাডমিন্টন খেলার মাঠে বিপজ্জনক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসের একটি বিশেষ টিম দর্শা গ্রামে যায়। সংযোগ বিচ্ছিন্ন করার পর দর্শা গ্রামের ১৫ থেকে ২০ জনের একটি দল পল্লী বিদ্যুতের ওই কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

জানা গেছে, হামলায় অফিস সহকারী আবু সাদেক ও সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ওয়াহিদ রানা গুরুতর আহত হন।

এছাড়াও ওই ঘটনায় আবু সাদেকের বাম চোখটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লাইনম্যান আসাদুজ্জামান, সুজন ও বিশেষ সহকারী আব্দুল্লাহকে মারধর হামলাকারীরা করেছে বলে জানা যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী জেনারেল ম্যানেজার আলিমুন রেজা তুহিন জানান, আবু সাদেককে ধোবাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2