avertisements 2

স্ত্রীকে হাসপাতালে রেখে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিল স্বামী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৭ এএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৩৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালের স্ত্রীকে রেখে আত্মহত্যা করেছেন স্বামী নুরুল ইসলাম (৫৫)। শুক্রবার বেলা ১১টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (শম্ভুগঞ্জ সেতু) থেকে লাফ দিয়ে ব্রক্ষপুত্রে নদে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে দমকল বাহিনী লাশ উদ্ধার করে। এর আগে সকালে তিনি হাসপাতাল থেকে নাস্তা আনার কথা বলে বের হন।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নূরুল ইসলাম সকালের দিকে সেতু থেকে লাফিয়ে পড়েন।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে বিষয়টি অবগত করি। পরে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2