avertisements 2

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:৫৯ পিএম, ২০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬

Text

সংগৃহীত ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম অলংকারসহ শারজাহ থেকে আসা আতিক উল্লাহ নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। কোমরের বেল্টের ভেতরে বিশেষ কৌশলে আনা হয়েছিল এ স্বর্ণের চালান। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সোনার এই চালানটি জব্দ হয়।

এনএসআই জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আতিক উল্লাহকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪টি স্বর্ণের বার জব্দ হয়। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ২ কেজি ৭৯৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2