avertisements 2

সরকারি ব্রিজ-কালভার্ট ভেঙে রড চুরি ঘটনা, তদন্ত করবে ডিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ১০:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে সেতু ভেঙে রড খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত 

জেলার পানছড়িতে তিনটি সরকারি ব্রিজ-কালভার্ট ভেঙে রড চুরির ঘটনায় জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এসংক্রান্ত কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের সূত্র ধরে ডিবিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এত দিনেও ব্যবস্থা না নেওয়ায় পানছড়ি থানার ওসিকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

‘তিন সেতু ও কালভার্ট ভেঙে রড চুরি’ শিরোনামে কালের কণ্ঠর প্রথম পাতায় গত ২৫ মার্চ একটি রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্ট নজরে এলে ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক বাদী হয়ে মিস মামলা (মামলা নং ২/২০২৩) করে একটি আদেশ দেন।

আদেশে খাগড়াছড়ির জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শককে অতিসত্বর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে আলামত সংগ্রহসহ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে বিস্তারিত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া চাঞ্চল্যকর ও সংবেদনশীল ঘটনায় পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদের দায়িত্বশলীতার অভাব ছিল বলেও উল্লেখ করে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতেও বলেছেন আদালত।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. সামসুজ্জামান জানান, বিষয়টি তিনি জেনেছেন। বর্তমানে ছুটিতে থাকায় এখনো অফিশিয়াল আদেশ হাতে পাননি। ছুটি থেকে ফিরে পুরোদমে তদন্ত কার্যক্রম শুরু করবেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2