বাড়ি ফিরেছেন মেট্রোরেলের সেই ‘নিখোঁজ’ প্রকৌশলী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:৪৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফাইল ছবি
চারদিন ‘নিখোঁজ’ থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর আজিমপুরের বাসায় ফেরেন।
এ বিষয়ে শাহরিয়ারের মা রাশিদা আক্তার গণমাধ্যমকে জানান, শাহরিয়ার কবির বৃহস্পতিবার প্রথমে এক সহকর্মীর বাড়িতে উপস্থিত হন। পরে সেখান থেকে তাকে আজিমপুরের বাসায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, শাহরিয়ার কবির ভালো আছেন। গত চারদিন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। পরে যখন জানতে পারেন, তার নিখোঁজের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, তখন তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, প্রকৌশলী শাহরিয়ার কবিরের ফিরে আসার খবর আমরা জানতে পেরেছি। এখন তার নিখোঁজ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর দিয়াবাড়ী এলাকার কর্মস্থল থেকে বের হওয়ার পর প্রকৌশলী শাহরিয়ার কবিরের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে এ ঘটনায় তার মা রাশিদা আক্তার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই ঘটনায় মেট্রোরেলের উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদার আরেকটি জিডি করেন।