avertisements 2

কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:১৮ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

পটুয়াখালীর কুয়াকাটায় একটি বিলুপ্ত প্রজাতির বাজপাখিকে আহত অবস্থায় উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের তুলতালীর বিল থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে ধস্তাধস্তি করছিল। পাখিটি আহত হলে আমরা গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। এটি কোন প্রজাতির বাজপাখি এবং পাখিটির বয়স কতো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2