avertisements 2

ওয়াজ মাহফিলের অনুমতিতে ঘুস

৫০০ টাকার কমে অফ টাইমে কোনো কাজ হবে না: ডিসির অফিস সহকারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১২:১০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ওয়াজ মাহফিলের অনুমতিপত্র নিতে অফিস সহকারী আব্দুস সাদিকের টাকা নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা মুর্হুতের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে পুরো জেলায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই রাজারহাট কাবাদি রহমানিয়া নুরানি ও হাফিজিয়া মাদরাসার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান হবে। এর অনুমতিপত্রের জন্য জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের জেএম শাখায় আবেদন করেন মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. ওয়াহিদুর রহমান। তবে কয়েকদিন ধরে অনুমতিপত্রটির জন্য অফিস সহকারী আব্দুস সাদিক তাকে ঘোরানোসহ অর্থ দাবি করেন। পরে স্থানীয় সাংবাদিক আব্দুল মালেক অনুমতিপত্রটি নিতে গেলে তার কাছেও অর্থ দাবি করেন সাদিক। টাকা নেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে ভিডিও করে রাখেন সাংবাদিক আব্দুল মালেক। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আব্দুস সাদিক জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত। এর আগে তিনি একই কার্যালয়ের সংস্থাপন শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০১১ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগদান করেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে আব্দুস সাদিককে বলতে শোনা যায়, ‘৫০০ টাকার কমে অফ টাইমে কোনো কাজ হবে না। আপনি যদি চান পেপারে উঠে দিবেন, তাও দেন আমরা চাচ্ছি ওটা। কারণ আমাদের ইমিডিয়েটলি বদলি নেওয়ার কথা এই শাখা থেকে। হয় ভালো সেকশন দিবে আমাদের, রেকর্ড রুম দিবে। আমরা দ্বাদশ নির্বাচনে রেকর্ড রুমে বসে খাব কয়েকটা দিন। টার্গেট আমাদের, না হলে নির্বাচন অন্য কাহো করুক।


এসময় অপর দিক থেকে সাংবাদিক মালেক ২০০ টাকা দেওয়ার কথা বললে তিনি বলেন, ২০০ টাকায় কোনো কাজ হবে না।

পরে ভুক্তভোগী ব্যক্তি আবারও জিজ্ঞাসা করেন, কত টাকা হলে কাজ হবে। উত্তরে অফিস সহকারী বলেন, ৫০০ টাকার কথা কইছি তোক, রাত ১০টার মধ্যে ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে তোক তারপর বাড়ি যাব। সেই রকম লোক আমরা।

অফিস সহকারী আরও বলেন, দে দে টাকা দে, টাকা দে। রাত ১০টা হইলো কাম হইবে। ৫০০ আর মোর হাতোত দিব ১০০ এলায় কাম হইবে।

পরে ভুক্তভোগী ব্যক্তি ৫০০ টাকা দিলে তিনি আরও ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে অফিস সহকারী আব্দুস সাদিক বলেন, তাহলে তোর কাজও হবে না, তোর চিঠি অর্ধেক সই হয়া ওই যে ক্যান্টিন পর্যন্ত নিগি থুইবে।


এ বিষয়ে সাংবাদিক আব্দুল মালেক বলেন, আমার বাড়ির পাশের মাদরাসায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। মাহফিলের অনুমতি নেওয়ার জন্য ডিসি মহোদয়ের ওখানে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ওই অফিসে যাওয়া। তা এসপি অফিস পাঠাইছে, এসপি অফিস থেকে আবার ওই অফিসে পাঠাইছে। কয়েকদিন ধরে কাগজটির জন্য আমিসহ অনেকেই ঘুরছি। টাকার জন্য অনুমতিপত্রটি ঝুলিয়ে রাখা হয়েছিল।

গত বৃহস্পতিবার কাগজটির জন্য গেলে আমাকেও বলা হয় টাকা ছাড়া কোনো কাজ হবে না। মহৎ একটা কাজেও উনি টাকা নিবেন দেখে আমি ভিডিও করি। সবাই ভিডিওতে দেখেছেন উনি কি বলেছেন। আমি তো সাধারণ মানুষ নই, আমি একজন সংবাদকর্মী। সংবাদকর্মী হয়েও যদি জেলা প্রশাসনের কর্মচারি যদি আমার কাছে ঘুষ চায়, তার কাছে হেয় হই, তাহলে কেমন হয় না। আমি এটার সুষ্ঠু বিহিত চাই।

জানতে চাইলে অভিযুক্ত আব্দুস সাদিক বলেন, এটা ডিলিট করার কোনো উপায় নাই। আমি ঘুষ নেইনি। উনিতো নিজেই ভিডিও করেছেন। উনি নিজে টাকা দিয়ে ভিডিও করেছেন যেন পরে চাঁদা দাবি করতে পারেন। পরে তো ভাইরাল করে দিল।

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ভিডিওটি খুব আপত্তিকর। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2