avertisements 2

১৬ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রি: জরিমানা ৪০ হাজার টাকা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:১৩ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

নোয়াখালীর জেলা শহরে ১৬ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (৩০ জানুয়ারি) শহরের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসিতে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে ১টি ১৬ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচলক ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে সত্যতা পায়। পরে ঘটনার দায় স্বীকার করায় জাপান বাংলাদেশ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ১৬ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি, এটা ডাকাতির মতো ঘটনা। জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা স্যনিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সহযোগিতা করেন। 


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2