avertisements 2

নোয়াখালীতে ৫ বছরের শিশু ৭ দিন ধরে নিখোঁজ এখনও সন্ধান পায়নি পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:১৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

নোয়াখালী চৌমুহনী পৌরসভার উত্তর হাজিপুর আরিফ হোসেনের ছেলে আরিয়ান হোসেনের (৫) সন্ধান  এখনও পায়নি পুলিশ। এ নিয়ে শিশুটির পরিবারে চলছে উদ্বেগ ও উৎকন্ঠা। তবে তদন্তপূর্বক শিশুটির সন্ধানে কাজ চলছে এমনটাই জানান বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গেল সোমবার (২৩ জানুয়ারি) বাড়ির পাশে শিশু আরিয়ান খেলাধুলা করছিল।পরে ছেলেকে না পেয়ে শিশুটির মা-বাবা আশেপাশে ও আত্নীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে থানায় জিডি করে। ৭ দিন ধরে নিখোঁজ আরিয়ানের অসহায় মা-বাবা অনেকটাই বাকরুদ্ধ। স্থানীয়দের তথ্যমতে, শিশুটি সুন্দর হওয়ায় অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ আরিয়ান এখনও উদ্ধার না হওয়ায় এলাকায় শিশু ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নিখোঁজ আরিয়ানের পিতা আরিফ বলেন, ‘আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। বিকালে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।অনেক খোঁজ করে ছেলেকে না পেয়ে থানায় জিডি করি। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। দুজনের প্রতি সন্দেহ আছে। ছেলেকে খুঁজে বের করতে প্রশাসনের কাছে অনুরোধ করছি।’

এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক জাহিদের মুঠোফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। শিশুটির সন্ধানে পুলিশ কাজ করছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2