বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি বাবু গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৩:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

ছবি সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের নিউ পূর্ব পাড়ার নিজ বাড়ির কাছে খুন হওয়া বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু ওই মুক্তিযোদ্ধার প্রতিবেশী। স্থানীয়দের ধারণা, সীমান্ত পেরিয়ে সে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জানান, উপজেলার একটি সীমান্ত থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ জানুয়ারি রাতে নিজ বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় এম ওয়াজেদ আলীকে (৬৮)। তিনি পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এ ঘটনার পর নিহতের ছেলে বাদি হয়ে নাহিদুজ্জামান বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যাকাণ্ডের পর প্রতিদিনই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হতাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ-মানববন্ধন চলছে পাটগ্রামে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
