সিলেটে থামছে না ট্রান্সফরমার চুরি
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন চোর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৩১ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গত তিন মাসে ২৫টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঘন ঘন ট্রান্সফরমার চুরির কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। চুরি যাওয়া ট্রান্সফরমারের স্থলে নতুন ট্রান্সফরমার লাগাতে অর্ধেক টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। বিপরীতে চুরির ঘটনা বাড়ার জন্য পরস্পরকে দোষারোপ করছে পল্লী বিদ্যুৎ কার্যালয় ও পুলিশ প্রশাসন।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযোগ, ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুলিশের গাফিলতি রয়েছে। এ কারণে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পার পেয়ে যাচ্ছে বেশির ভাগ চোরেরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ প্রশাসন।
জানা গেছে, গত বছরের ২ নভেম্বর প্রথম ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর পর থেকে গত তিনি মাসে মোট ২৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে উপজেলার কলাবাড়ী গ্রামে বাণিজ্যিক গ্রাহকদের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ সময় আরেকটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী ফকির (৩০) নামের একজন মারা যান। তিনি কোম্পানীগঞ্জ ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘ট্রান্সফরমার চুরির ঘটনায় আমরা অনেক মামলা নিয়েছি। কয়েকজনকে ধরে চালানও করেছি। আমরা আমাদের সাধ্যমতো কার্যক্রম চালাচ্ছি। চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারেও চেষ্টা চালাচ্ছি।’