আমার বংশ পরিচয়
অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৩:০৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শুনেছি পূর্ব জন্মে-.
আমি বানর ছিলাম
কোন এক শশ্রু গুম্ফওয়ালা ডারউইন
এসব বলে গেছেন।
কি ছিরি! দেখুন তো?
মানুষ, তাও আবার বানরের বংশধর!
কি আপদ – তাই না।
আত্মার বিশুদ্ধতা ও চিন্তার শালীনতা
না থাকলে যা হয়।
তাহলে আদি পিতা আদম
আর মা হাওয়া?
জানি না কোন্ আহাম্মুকি গবেষনা!
সৃষ্টির সেরা মোখলুকাতের
এ কোন্ পোষ্ট মর্টেম!