avertisements 2

আমলা সাংঘাতিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ মে, বুধবার,২০২১ | আপডেট: ০৯:৫৯ পিএম, ১১ নভেম্বর,মঙ্গলবার,২০২৫

Text

দেশটা তো বেশ চলছে ভালো

ভুলগুলো কেন ধরো

গুণগান না করতে পারলে

রিপোর্ট কেন করো?

এততো বড় সাহস তোমার

করছ নথি চুরি


এমনি কি আর বানিয়েছি


এমন বড় ভুড়ি!

চুরির সব তথ্য কি আর

নথি ঘাটলে মেলে

মামার ঘরে থাক এবার

খাতা-কলম ফেলে।

মিলেমিশে না হয় নিলাম

লুটেপুটে টাকা

তাই বলে কি ছবি তুলবে

অফিস পেয়ে ফাঁকা?

যতোই বড় হওনা কেন

তুমি সাংবাদিক

মনে রেখো আমিও কিন্তু

আমলা সাংঘাতিক।

এবার তোমায় দিয়ে দিলাম

জেলের চৌদ্দ শিকে

আমার কত্ত ক্ষমতা এবার

বুঝবে সাংবাদিকে।

মোহাম্মদ আল-মাসুম মোল্লা: সাংবাদিক, দ্য ডেইলি স্টার

বিষয়:

আরও পড়ুন

avertisements 2