ভালো আছি
রাশেদুল ইসলাম
প্রকাশ: ১০:১৫ পিএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫
ভালো আছি, ভালো আছি,
সত্যিই ভালো আছি;
অফিসের কাজ নেই,
গায়ে কোন সাজ নেই,
বাজারের তাড়া নেই,
হাত পা নাড়া নেই,
একদম শুয়ে বসে,
সত্যিই বেশ আছি ।
ভালো আছি।
তবে সমাজের এইখানে,
আমি শুধু একা নেই,
আশেপাশে আছে যারা,
ভালো কি আছে তারা?
যারা দিন আনে দিন খায়,
কাজ নেই, নেই আয়;
আবার আয় আছে, সবই আছে,
ছিলো সবে মিলে মিশে,
(কিনতু) করোনায় মরেছে বাবা,
মাও পড়েছে ধরা,
এ এক কঠিন থাবা,
বিছানায় পড়ে আছে,
জীবন আছে কি নেই;
বাঁচা মরা জানে সে-ই।
এহেন আছে যারা,
ভালো কি আছে তারা ?
তাইত ফাঁকে ফাঁকে,
বিষাদে মন ভরা থাকে ।
তাহলে কি ভালো আছি?
সত্যিই ভালো আছি ?
ইস্কাটন, ঢাকা, ১৮ এপ্রিল, ২০২১