avertisements 2

মাধবী-১৫৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

মাধবী,

বর্ণ বিদ্বেষ, প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, অনুশোচনা, অনুভব, মান-অভিমান, রাগ-অনুরাগ-বিরাগ, চাওয়া-পাওয়ার হিসেব আর কাম বাসনা আকাংখার কল্পনা হিউম্যান সাইকোলজির অবিচ্ছেদ্য অংশ। মানব সভ্যতার  এই অনবদ্য অধ্যায়ের কিছুটা উঠে এসেছে বিভিন্ন সাহিত্য কর্মে যার মধ্যে ইংরেজী ১৬০৩ সালে  বিখ্যাত ইংরেজ কবি-সাহিত্যিক-নাট্যকার শেক্সপিয়র এর অমর সৃস্টি ‘ওথেলো’ অন্যতম। ‘ওথেলো’ নাটকের কাল্পনিক কেন্দ্রীয় চরিত্রের নাম ওথেলো, নাটকে যাকে চিত্রায়িত করা হয়েছে ভেনিস সেনাবাহিনীর জেনারেল হিসাবে। শেক্সপিয়র তাঁর  অমর সৃস্টি  "ওথেলো" নাটকে  প্রেম, প্রতারণা এবং হিংসার গল্প নিখুঁত নৈবেদ্য নিবেদনে তুলে ধরেছেন যেখানে দেখা যায় ওথেলো তাঁর সহকর্মী ইয়াগোর সাথে তাঁর শ্বেতাঙ্গ স্ত্রী ডেসডিমোনার গোপন প্রেম আছে সন্দেহ করে এবং সেই সন্দেহের বশবর্তী হয়ে ইয়াগোকে হত্যা করে। পরে ওথেলো বুঝতে পারে তাঁর সন্দেহ ভুল ছিলো। ‘ওথেলো’ তে বিশ্বাসভঙ্গের পরিণতি, সন্দেহের ভয়াবহতা এবং মানুষের দুর্বলতার চিত্র তুলে নিখুঁতভাবে ফুটে উঠেছে। আজ  তোমাকে কেন্দ্র করে আমার কল্পনায় সন্দেহের যত বীজ বপণ করেছি সেগুলোর সাথে প্রায় সোয়া চারশত বছর আগেকার   ‘ওথেলো’ নাটকের  সংলাপগুলোর সমান্তরাল কিছু মিল পাচ্ছি, মনে হচ্ছে  আমার প্রতি তোমার ভালোবাসার গভীরতা নিয়ে সন্দেহ কি তাহলে অমূলক? ভাগ্যিস আমার কল্পনায় ওথেলোর মত আমি কাউকে খুন করিনি, কোন বিয়োগান্ত পরিনতির দিকে আমার প্রগাঢ় অনুভবের সমাধি ঘটাইনি! 

মাধবী,

মাঝেমাঝে ভাবি, তুমি উপেক্ষার রঙ ছড়াও বলেই আমি তোমার অপেক্ষায় প্রহর গুনি, আর এই নশ্বর পৃথিবীতে কেউ হয়তো কোথাও আমার জন্য অপেক্ষা করে, আমি হয়তো জানি না, তবে তাকে তো আমি নিশ্চিতভাবেই  উপেক্ষা করি। তাতে আমার কোন আক্ষেপ নেই, কারণ, আমি তো তোমাতেই প্রণত, আমার মাধুতেই আমি মুগ্ধ, তাঁর ভালোবাসায় আমার আরাধ্য, আর কারও অপেক্ষা আমার বেঁচে থাকার কারন নয়! মাঝে মাঝে কল্পনায় তোমার সাথে অনেক ঝগড়া করি, রাগ করি, অভিমান, অনুরাগও হয়, পরক্ষনেই ভাবি এ সবকিছুই তোমার বৃত্তে ঘুরপাক খায়, তোমাকে কেন্দ্র করেই এত অনুভূতি, এত অনুভবের প্রকাশ, এত হৈ রৈ, এত শিহরণ, এত আলোময় জীবন আমার! তুমি তো জানো মাধবী, আমার মস্তিস্ক রাগের পাহাড় হলেও, এখানে তোমার জন্য, শুধু তোমার জন্য   ভালোবাসার নয়নাভিরাম শৃঙ্গ আছে, তুমি ইচ্ছে করলেই সেখানে বসতি গড়তে পারো! 
মাধবী,
এতকিছুর পরও প্রতিদিন তোমাকে নিয়ে কোন না কোন স্বপ্নের কবর দেই, কোন কোন  ইচ্ছেরা অযত্ন- অবহেলায় মরে যায়, ইচ্ছেহীনভাবে  মরে যেতে হয় তাদের, ঝরে যেতে হয়, মরে যেতে হয়, তাই সেই ইচ্ছেগুলো ঝরে যায়, মরে যায় তোমার উপেক্ষার দহনে! 
 আবার কোন কোন ইচ্ছেরা রাতের আঁধারে ঘুম কেড়ে নেয়, তাঁদের কেউ কেউ আবার নির্বাসিত হয়, রাতের আঁধারেই শরনার্থী হয়ে যায়, ঠিক গোটা তোমার মত, আমার আস্ত মাধবীর মত! 
মাধবী,
কল্পনায় যখন তোমাকে দেখি, যখন তোমার অধরে অধর ছোঁয়ায়, তোমার নয়নে নয়ন রাখি তখন তুমি হয়ে যাও জ্বলন্ত মোমের মত, আমার অনুভবে এসে গলে গলে পড়ো, নরম হয়ে ঝরে ঝরে পড়ো, তখন অনুভব করি, উপলব্ধি করি, আগুনের ছোঁয়া পেলে মোম যেমন গলবেই, তুমিও তো আমার জীবনে কখনো কখনো, কোন কোন মূহুর্তের মোম, আমার ভালোবাসার আগুনে তো তুমি গলবেই! এই উপলব্ধি যখন চোখ বুঁজে নেই, তখন কি যে ভালো লাগে আমার, কি যে ভালো লাগে মাধবী, কি যে সুখ পাই, সেটা যদি তুমি জানতে, যদি জানতে মাধু, প্রেয়সী আমার!  তখন রুদ্রের মত করে বলতে মন চায়-
ভুল ভেঙে গেলে ডাক দিও,
আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন
ললাটের সৌমতায় তোমার লিখে দেবো
একখানা প্রিয় নাম - ভালোবাসা
মাধবী,
জীবনানন্দের মত মিথ্যা করে বলতে পারবো না, 
         ‘জীবনের প্রথম ফসল তুমি ছিলে,
       আমি জানি, আকাশের গেঁয়ো চাঁদ জানে, 
             অঘ্রান আসে নি মাঠে,  
        তবু তুমি ঝ’রে গেলে বিচ্ছেদের ঘ্রাণে!’
তবে আমি এটুকু বলতে পারবো, জীবনের শ্রেষ্ট প্রেম তোমাকে দিয়েছি, কল্পনার সাত রঙের আঁচড় দিয়ে তোমাকে ভালোবাসার দেবী বানিয়েছি, অঘ্রান চলে গেলেও আমার ভালোবাসায় সিক্ত হয়ে তুমি ঝরে যাওনি, পৌষের রোদমাখা দিনগুলোর মতো তুমি আমারকল্পনায় রোদেলা দুপুর হয়ে পেয়ে গ্যাছো! জানো মাধবী, সেই কবে, কোথায় যেন পড়েছিলাম, মেয়ে মানুষ ফুল চায়, শাড়ী চায়, যত্ন চায়, বিশ্বাস চায়, লম্বা ছেলে চায়! অথচ, আমি যখন কল্পনায় তোমাকে দেখি, তোমাকে ভাবি, তখন দেখি তুমি ওসবের কিছুই চাওনা, তুমি চাও আমার হৃদয়ের রক্তক্ষরণ, তুমি চাও  ভল্গা-গঙ্গা কিংবা কঙ্গো নদীর মত বয়ে যাওয়া আমার হৃদয়ের রক্ত স্রোতে জলকেলী করতে, তোমার উপেক্ষার দহনে সেই রক্ত স্নানে শীতার্ত হয়ে উষ্ণতা নিতে চাও শুধু, আর কিছু নয়! আর দু’হাত ভরে দিয়ে যাও উপেক্ষার দহণ, দিয়ে যাও একরাশ বিরহের শ্বেতশুভ্র দুঃখবোধ।
 ওই নিয়েই বেঁচে আছি, ওইটুকুই সম্বল আমার, তোমার দেওয়া ভালোবাসার প্রতিদান। ভালো থেকো মাধু, আমার কল্পনার আরাধ্য মাধবী আমার!
 

শুভ     অপরাহ্ন

মোঃ আসাদুজ্জামান
আইনজীবি এবং রাজনৈতিক কর্মী
০২ নভেম্বর, ২০২৪।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2