avertisements 2

অডিও ফাঁস

৩ আগস্ট পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, ফোন দেন হাসিনাকে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ আগস্ট,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ১২:১৭ এএম, ৬ আগস্ট, বুধবার,২০২৫

Text

শেখ হাসিনা এবং শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে গত বছরের ৩ আগস্ট সারা দেশ যখন উত্তাল, তখনই দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালিয়ে যেতে বিমানবন্দরে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তাকে আটকে দেন বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা। সঙ্গে সঙ্গে তিনি শেখ হাসিনাকে ফোন করে বিষয়টি জানান এবং তাকে যেন ছেড়ে দেওয়া হয়, সেজন্য ওই কর্মকর্তাকে বলে দিতে শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি।

সম্প্রতি শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের দুটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এর মধ্যে একটি অডিওর প্রথম অংশ গত বছরের ২২ জুলাইয়ের এবং অপর অংশটি ওই বছরের ৩ আগস্টের বলে দাবি করা হচ্ছে।

৩ আগস্টের অডিও রেকর্ডে শোনা যায়, ফজলে নূর তাপস শেখ হাসিনাকে বলছেন, ‘আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব?’ তখন হাসিনা বলেন, ‘হ্যাঁ যাও। যাবা না কেন? 

এরপর তাপস বলেন, ‘আমি এয়ারপোর্টে চলে আসছি। জিওটা (বিদেশ যাত্রায় প্রয়োজনীয় গভর্নমেন্ট অর্ডার) এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না।’ তখন হাসিনা তাপসকে প্রশ্ন করেন, ‘জিওটা সঙ্গে নিলে না কেন?’ তাপস উত্তরে বলেন, ‘অ্যাপ্লাই করে দিছি, কিন্তু হতে হতে তো ১১টা-১২টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, কাউকে ইমিগ্রেশনে বলে দেওয়া যাবে নাকি? আমার ফ্লাইট এখনি ছেড়ে দেবে।

জবাবে হাসিনা বলেন, ‘হ্যাঁ, বলা যাবে। ফাইল পাঠাইছো তো?’ তখন তাপস বলেন, ‘হ্যাঁ, ফাইল প্রমিত মহোদয় পাঠাচ্ছেন।’ হাসিনা বলেন, ‘আচ্ছা, দিয়ে দাও।’ তখন তাপস হাসিনাকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলতে অনুরোধ করে বলেন, ‍‘এই যে এখানে অফিসার আছেন, ইমিগ্রেশন অফিসার।’ তখন হাসিনা তাপসের কাছে জানতে চান, কাউকে বলিয়ে দিতে হবে কি না? তাপস বলেন, ‘হ্যাঁ, আমি দিব ফোনটা?’ হাসিনা বলেন, ‘না না, আমি তার সঙ্গে কথা বলব কেন।

আমি আমার অফিসের কর্মকর্তার মাধ্যমে বলিয়ে দিতে পারি।’ তাপস জানতে চান, কাকে বলব তাহলে? হাসিনা বলেন, ‘আমার সেক্রেটারিকে বললেই হবে, শাহ সালাউদ্দিন।’ তাপস পুনরায় নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, সালাউদ্দিন সাহেব? শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ’।

শেখ হাসিনা-তাপসের ফোনালাপের ২২ জুলাইয়ের অডিও রেকর্ডে শোনা যায়, তাপস শেখ হাসিনাকে বলেন, ‘হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসব?’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘এসবের মধ্যে আসার দরকার নেই।’

তখন তাপস বলেন, ‘তাহলে (কারফিউ) শিথিল হওয়ার পর আসি?’ হাসিনা বলেন, ‘আমি তখন অফিসে থাকব। ব্যবসায়ীদের ডাকছি তো। ২-৩টার সময়।’ তাপস বলেন, ‘আচ্ছা, তাহলে ওই সময় অফিসে এসে দেখা করে যাব।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2