avertisements 2

আ মরি বাংলা ভাষা

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই, বুধবার,২০২৪ | আপডেট: ০৩:১৫ এএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

অবসর অন্তে পেরিয়েছি অনেক। 

পাঠশালায় নাম লেখালে এদ্দিনে 

দ্বিতীয় বার জন্ম নেয়া শিরদাঁড়া

উঁচু করা টগবগে তরুন।

হয়তোবা বাদশা-সম্রাট-রাজাদের

তখতে তাউজ আর বাইজি বাড়ির 

নিকাশীতে হাত লাগাতাম। 

বৃটিশ বেনিয়ার সুতোনুটি চষে, 

এক্সিলেন্সি কিংডমের ইন্ডিয়া গেটে 

ছাতি ফুটিয়ে দাঁড়িয়ে যেতাম।

মনের অজান্তে রাখাল দাস আর 

রমেশ বাবুদের আমোচনীয় সুলেখার আঁচড়গুলি মেরামতে হাত লাগাতাম। 


অনেক শুনেছি বটে সেইসব মুখুজ্জে 

বাড়ুজ্জের রমরমা জ্ঞান গরিমার কথা।

ফোর্ট উইলিয়ামের কেরি ক্যারিশ্মায় 

বাংলায় তৎসম তদ্ভবের মহা সংয়োজন। বিদ্যাসাগরীয় মন্ডল পরিষদের হাতে 

শ্লোক স্তুতি আর দেবী বন্দনা। 

সে এক চতুরীয় ব্রাহ্মন্য অবগাহন।

পদ্ম আবাহনের যোগসূত্র বটে।


তের'শ শতকে সুবে বাংলার

কেতাবী আয়োজন - ঊনিশ শতকে 

বাবুদের হাতে খোল নলচে পালটে 

সুজলাং সুফলাং শস্য শ্যামলং এর রূপ। 

যেন কৈলাস সংস্কৃতের আবীর মেখে

নতুন আঙ্গিকে বাঙলা বর্ণময় হোল।

পুনর্জন্ম হওয়া বাংলা - বাবুদের

কণ্ঠনালীর প্রভাত বন্দনায়।

সংস্কৃতের পেট চিরে বাংলা এখন

আ মরি বাংলা ভাষায়!

বিষয়:

আরও পড়ুন

avertisements 2