ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১০ এএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১০:৫১ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানান।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ছুটি বাড়ানো হয় কয়েক দফা। সর্বশেষ ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিলো।