নৌকা পেল ১ লাখ পাঁচ হাজার ভোট, ধানের শীষ ৪৫১৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৭ এএম, ১৮ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০৮:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই উপজেলা) আসনের উপনির্বাচনে এক লাখ পাঁচ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৭টায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন। ফলাফলে হেলালের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ৫১৭ ভোট।
পাশাপাশি ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রার্থী ছিলেন ইন্তেখাব আলম রুবেল। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
জেলায় এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দুই উপজেলার ১৬ ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে রানীনগর উপজেলায় ৪৯টি ও আত্রাই উপজেলায় ৫৫টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৭২১টি।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছয় হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। এবার ৩৬ দশমিক ৪ শতাংশ ভোটাধিকার প্রয়োগ হয়।
এদিকে, উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে না মর্মে নানা অভিযোগ এনে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাই উপজেলা বিএনপির দলীয় অফিসে কেন্দ্রীয় সিদ্ধান্তে সংবাদ সম্মেলন করে ভোটবর্জন করেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম।