avertisements 2

পঙ্কজের পথে আরও অনেকে?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ১২:১২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, তবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে দলের শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বরিশালে তার নির্বাচনী এলাকায় গ্রুপিং, সহিংসতার কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই অব্যাহতির মাধ্যমে একটি সুস্পষ্ট বার্তা পাওয়া গেল। আগামী নির্বাচনে যে পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনে থেকে মনোনয়ন পাচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেলো। পঙ্কজের এই অব্যাহতির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট একটি বার্তা দিলেন।

এর আগেও তিনি একাধিক এমপির ক্ষেত্রে পদ থেকে অব্যাহতি দিয়ে একই রকম বার্তা দিয়েছিলেন। সিরাজগঞ্জের হাবিবে মিল্লাতকেও দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। অব্যাহতি দেয়া হয়েছিলো আরও কয়েক জেলার এমপিকেও।

এই ধারায় অব্যাহতি প্রক্রিয়া যে আরও চলবে সেটি এখন মোটামুটি নিশ্চিত। আগামী নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করা এবং ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে, দলের স্বার্থ যিনিই ক্ষুণ্ণ করবেন তিনি যত বড়ই নেতা হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ, এই দলে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউই অপরিহার্য নয়।

পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের একজন ত্যাগী, পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘ লড়াই-সংগ্রামে ছিলেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন। এরপর তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। ২০১৯ সালে যখন ক্যাসিনো বাণিজ্যের অভিযোগ ওঠে সেই সময়ে পঙ্কজকে স্বেচ্ছাসেবকলীগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো। নানা কারণে আলোচিত-বিতর্কিত হয়ে উঠেছিলেন পঙ্কজ দেবনাথ।

অবশ্য পঙ্কজ দেবনাথের অনুসারীরা ভিন্ন কথা বলেন। তারা মনে করেন যে, নির্বাচনের মনোনয়ন নিয়ে বিরোধের কারণে পঙ্কজ দেবনাথের আজকের পরিণত হয়েছে। ওই এলাকায় প্রার্থী হওয়ার অন্যতম দাবীদার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।

মূলত শাম্মী আহমেদের সাথে বিরোধের সূত্র ধরে তার এই অবস্থা হয়েছে বলে পংকজপন্থীরা মনে করেন। তবে যে কারণেই হোক না কেন, আওয়ামী লীগ যে আগামী নির্বাচনে একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রার্থী প্রদানের ক্ষেত্রে পঙ্কজের অব্যাহতি সেটি একটি বড় বার্তা।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলছেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে যারা বিতর্কমুক্ত এবং স্বচ্ছ। বিতর্কিত কোনো প্রার্থীর মনোনয়ন যেন না দেওয়া হয় সে ব্যাপারে আওয়ামী লীগ এখন থেকে সতর্ক।

আর এ কারণেই বিভিন্নভাবে শুদ্ধি অভিযান চলছে। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন যে, সর্বশেষ সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি সুস্পষ্ট জানিয়েছেন দলে যারা শৃঙ্খলা মানবে না, দলের ভিতরে কোন্দল করবে এবং বিভক্ত সৃষ্টি করবে তাদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না।

সেরকম একটি সিদ্ধান্ত থেকেই পঙ্কজ দেবনাথকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সামনে এরকম অনেক পঙ্কজ দেবনাথের মতো ঘটনা ঘটবে, তাদেরকে প্রথমে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বার্তা দেয়া হবে এবং এরপর মনোনয়নের সময় তাদের নাম কাটা যাবে।

আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, আগামী নির্বাচনে হয়তো শতাধিক এমপিকে মনোনয়ন নাও দেওয়া হতে পারে। যাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে, দলে বিভক্তি সৃষ্টির অভিযোগ রয়েছে এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তারা যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না এটি ক্রমশ স্পষ্ট হচ্ছে।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্র গুলো দাবি করছে, আগামী ডিসেম্বরে কাউন্সিল। কাউন্সিলের আগে দলে কিছু শুদ্ধি অভিযান হবে এবং কাউন্সিলের মাধ্যমে পুরোপুরি দলকে বিতর্কিত, হাইব্রিড এবং অনুপ্রবেশকারীমুক্ত করা হবে। সে লক্ষ্যেই দলের নেতারা কাজ করছেন বলে জানা গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2