avertisements 2

বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত: ফখরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:১১ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের রূপরেখা শিগগিরই ঘোষণা করবে বিএনপি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান । 
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করা হয় । এতে মির্জা ফখরুল বলেন, বৃহত্তর আন্দোলনের জন্য বিভিন্ন দলের সাথে ঐক্য গড়ে তোলা হবে। জনগণের স্বার্থে এবং সহিংসতা এড়াতে সরকারকে আবারো সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিও জানান বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, যুগপৎ  আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী করণীয় ঠিক হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা বিএনপির সাথে আলোচনা করতে চাইবে তাদের জন্য পথ খোলা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। 

বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ মনে করে না। বরং সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশকে ব্যবহার করছে। বিএনপি কখনোই পুলিশের ওপর আক্রমণ করেনি, পুলিশ আগ বাড়িয়ে বিএনপির হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে । তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুলিশকে বারবার সতর্ক করেছে বিএনপি। কিন্ত কিছু অতিউৎসাহী সদস্য মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব । 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2