avertisements 2

আইভী-শামীম এক টেবিলে, ‘কথা বলেননি’ কেউই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ইফতার অনুষ্ঠানে এক টেবিলে বসে ইফতার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। তবে পুরো সময় তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলেননি বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। গতকাল সোমবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে এই ইফতারের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের অবস্থান দুই বিপরীত মেরুতে। দুজনের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়টি স্থানীয় রাজনীতি ছাপিয়ে অনেক সময় জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছিল। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলমের সভাপতিত্বে জেলা পুলিশের ইফতার আয়োজনে এক টেবিলে আইভী, শামীম ওসমান ছাড়াও বসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মুন্সিগঞ্জের সাংসদ মৃণাল কান্তি, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী প্রমুখ। তবে শামীম ও আইভী এক টেবিলে বসলেও তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। ওই ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বছরের ২৫ জুলাই বার্ধক্যের কারণে আইভীর মা মমতাজ বেগম মারা যান। তাঁর মৃত্যুতে গত ২৭ জুলাই শহরের দেওভোগে চুনকাকুটিরের বাড়িতে গিয়ে মেয়র আইভীকে সান্ত্বনা দেন শামীম ওসমান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2