avertisements 2

বর্তমান আ.লীগের রাজনীতিতে ‘এসপি লীগের’ দাপট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ এপ্রিল, বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩১ এএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ পৌরসভার এক অনুষ্ঠানে যোগ দেন সৈয়দ নুরুল ইসলাম । তাঁর ডানে ছোট ভাই পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। বাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামছবি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু তাঁকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে গড়ে উঠেছে একটি প্রভাবশালী পক্ষ। যারা ‘এসপি লীগ’ নামে পরিচিত। দলীয় রাজনীতিতে আগে তেমন ভূমিকা না থাকলেও এই পুলিশ কর্মকর্তার বড় ভাই আওয়ামী লীগের মনোনয়নে হয়েছেন উপজেলা চেয়ারম্যান এবং ছোট ভাই হয়েছেন পৌরসভার মেয়র।

এই কর্মকর্তার নাম সৈয়দ নুরুল ইসলাম। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক বিভাগ, দক্ষিণ)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জালমাছমারি গ্রামে তাঁর বাড়ি। নুরুল ইসলাম ২০১৪ সালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এ সপি) থাকাকালে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। এরপর তাঁর গ্রুপটি ‘এসপি লীগ’ নামে পরিচিতি পায়।

আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের অভিযোগ, সৈয়দ নুরুল ইসলাম সরকারি চাকরিজীবী হয়েও চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর অনেক গুরুত্বপূর্ণ পদ এখন তাঁর সমর্থিত নেতাদের হাতে।

তবে সৈয়দ নুরুল ইসলাম দাবি করেন, ২০১৪ সালে শিবগঞ্জে জামায়াত-শিবির তাণ্ডব শুরু করলে তিনি এলাকার আওয়ামী লীগের নির্যাতিত নেতা–কর্মীদের পাশে দাঁড়ান। তখন থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা ও যোগাযোগ তাঁর।

আমি দল-পাগল টাইপের মানুষ। দলকে ভালোবাসি বিধায় দলীয় লোকজনের সঙ্গে সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে সৈয়দ নুরুল ইসলাম তাঁর গ্রামের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ‘এসপি লীগের’ আবির্ভাব হয়।

২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে আবু আহমেদ নাজমুল কবীরকে সভাপতি ও আতিকুল ইসলামকে (টুটুল খান) সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এই দুজনই সৈয়দ নুরুল ইসলামের অনুসারী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সৈয়দ নুরুল ইসলাম শিবগঞ্জের দিশাহারা নেতা–কর্মীদের উজ্জীবিত করেছেন।

তবে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জহির হাসান চৌধুরী বলেন, চর দখলের মতো শিবগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ দখল হয়ে গেছে। সৈয়দ নুরুল ইসলাম তাঁর পছন্দের লোকদের প্রতিষ্ঠিত করতে গিয়ে দলকে নষ্ট করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2