‘আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য মুক্তিযুদ্ধের মতো’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য মুক্তিযুদ্ধের মতো। এই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।’
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, চলতি বছরের নভেম্বরেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচন নিয়ে আশাবাদী নয় বিএনপি। সবাইকে আটকে রেখে সরকার একতরফা নির্বাচন করতে চায় বলে সকালেই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে দুর্নীত আর লুটপাটের ইতিহাস। সরকার মিথ্যা মামলার নতুন খেলা শুরু করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।