টিসিবির পণ্য শেষ হয়ে যায় কিন্তু মানুষের লাইন শেষ হয় না : জি এম কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবিঃ সংগ্রহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে ‘হাহাকার উঠেছে’ দাবি করে দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, “দেশের মানুষের জন্য সরকারের দরদ আছে বলে মনে হচ্ছে না। সরকার কাজ করছে তাদের দল ও নেতা-কর্মীদের স্বার্থ রক্ষায়। এই অবস্থা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
শনিবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক সমাবেশে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। জি এম কাদের বলেন, “রমজানের শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্ধগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না, টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের লাইন শেষ হয় না।
এসময় বর্তমান বাস্তবতায় রেশনিং চালু ‘জরুরি’ দাবি করে জি এম কাদের বলেন, “টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলা করা সম্ভব হবে না। পাঁচ থেকে ছয় কোটি মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এক কোটি রেশন কার্ড দেওয়া হয়েছে। ১ কোটি মানুষ নাকি ১ কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে তা পরিষ্কার নয়।”