avertisements 2

পুলিশের হাত থেকে দলীয় কর্মীকে ছাড়িয়ে এনে প্রশংসিত ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

পুলিশের হাত থেকে দলীয় কর্মীকে ছাড়িয়ে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এসময় সকল পর্যায়ের নেতাকর্মী দৌড়ে পালালেও নিজের স্থানেই অবস্থান করে স্লোগান দেন ইশরাক। পরে পুলিশ লাঠিচার্জ করলে ইশরাককে নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় আহত ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ চৌধুরী ইমনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাকে দৌড়ে গিয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেন। পরে তার নিজের গাড়িতে করে আহত নেতা কর্মীদের হাসপাতালে নিয়ে যান এবং সেখানে সকলের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সকল নেতাকর্মীকে নিরাপদে বাসায় পাঠিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হন ইঞ্জিনিয়ার ইশরাক।

ইশরাকের প্রশংসা করে রফিকুল ইসলাম মিন্টু নামে এক লোক তার ফেসবুক আইডিতে লিখেন, ‘একজন ইশরাক ভাই, তুমিই বীর তুমিই একমাত্র নির্ভেজাল সাহসী সৈনিক। আজ প্রেসক্লাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে মাফিয়াতন্ত্রের পুলিশ বাহিনী যখন হামলা চালাচ্ছে সবাই দৌড় দিলেও ইশরাক ভাই দাঁড়িয়ে ছিলেন, তার একটা কর্মী পুলিশের হাতে থাকা পর্যন্ত সে ওখান থেকে আসতে চায়নি তাকে জোর করে ভেতরে নেয়ার চেষ্টা করা হচ্ছিল, পুলিশের উপর্যুপরি লাঠির আঘাত সহ্য করেই কর্মীদের ছায়া দিচ্ছিলেন।।

এক পর্যায়ে তাকে ভেতরে নেয়া হলো, তখনও একজন কর্মী পুলিশের হাতে আটক অবস্থায় একের পর এক লাঠির আঘাত সহ্য করছেন, মাথা ফেটে রক্ত ঝরছে....

সেই কর্মী ইশরাক ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করছে.... ইশরাক ভাই তাকে ফেলে নিরাপদে জান নাই, আবারো দৌড়ে আসেন পুলিশের লাঠি বৃষ্টির নিচে, সেই আহত কর্মীকে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে ভেতরে যেয়েই বসে থাকেন নি, সেও আহত অবস্থায় তার আহত কর্মীদের নিয়ে ছুটে গেলেন ঢাকা মেডিকেলে......

হাজার স্যালুট ইশরাক ভাই।

আপনাকেই প্রয়োজন এই অবৈধ সরকারের হাত থেকে গণতন্ত্র, দেশ ও দেশের মানুষকে মুক্তি করতে!!" এরকম হাজারো স্ট্যাটাসের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা তার ভূয়সী প্রশংসা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসিতে মেয়র পদে নির্বাচন করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমি বিশেষ কিছু করেছি বলে মনে হয় না। ওই ছেলেটি আমার পাড়ার ছেলে। সে রাজনীতির সাথে যুক্ত ছিল না। আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে এসেছে। তাকে এভাবে ফেলে রেখে তো আমি যেতে পারি না। আমার জীবন যদি চলেও যায় আমার নেতাকর্মীকে অনিরাপদ রেখে আমি যেতে পারি না। এটা আমার কাছে নেতা হিসেবে রাজনৈতিক দায়িত্বের চাইতে বড় নৈতিক দায়িত্ব বলে মনে হয়।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2