আল-জাজিরার রিপোর্টের সাথে প্রধানমন্ত্রীর কোন সম্পর্ক নেই : হানিফ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৪ পিএম, ৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আল-জাজিরার করা কাল্পনিক রিপোর্টের সাথে আমাদের প্রধানমন্ত্রী, সরকার বা রাষ্ট্রের কোনো সর্ম্পক নেই।
তিনি বলেন, “প্রতিবেদনে দেশের বাইরে পলাতক এক আসামির কথোপকথন তুলে ধরা হয়েছে। হারিছ আহম্মেদ আর সরকারের মধ্যে কোনো দুর্নীতির চিত্র সেখানে নেই। তিনিও পলাতক আসামি। লন্ডনে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক রহমানের সাথেও তো বিএনপির নেতারা গিয়ে দেখা করেন, কথা বলেন।”
সোমবার (০৮ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে নবগঠিত টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের (টিসিএ) নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর ইউএনবি’র।
হানিফ বলেন, “দুর্নীতি করে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া হাওয়া ভবনের কর্ণধাররা দেশে থেকে যখন প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে অপ্রচার করে কোনো লাভ করতে পারেনি, তখন দেশের বাইরে থেকে আল-জাজিরায় কাল্পনিক উদ্ভট টাইপের একটা স্টোরি বানিয়ে প্রধানমন্ত্রীর ইমেজকে খাটো করার চেষ্টা করেছে। জনসমর্থন বিহীন বিএনপি এখন দিবাস্বপ্ন দেখছে, তারা মনে করছে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে। যে কারণে তারা সবসময় ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে।”
তিনি বলেন, “আমরা আগেও বলেছি বিএনপি-জামায়াতের কোনো ক্ষমতা নেই যে এই সরকারের পতন ঘটাবে, নির্বাচনের মাধ্যমে সরকারের পতন একমাত্র জনগণই করতে পারে। এর বাইরে কোনোভাবেই সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপির এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।”
এ সময় নবগঠিত টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের সভাপতি আশিফুজ্জামান সারফু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ টিসিএর নেতারা, দলীয় নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।