ইউপি নির্বাচনে জনপ্রিয়তা দেখাতে ভাড়ায় লোকসমাগম ঘটাচ্ছেন 'নৌকা' প্রত্যাশীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১২ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২৭ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা যাচাইয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়নভিত্তিক চলছে যৌথ মতবিনিময় সভা। জনপ্রিয়তার শীর্ষে থাকা একজনকে দেওয়া হবে দলের মনোনয়ন। তাই জনপ্রিয়তার শীর্ষে থাকার জন্য মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ইউনিয়ন, মিল কারখানা ও ইটভাটার শ্রমিকদের ভাড়া করে লোক সমাগম ঘটানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আর কদর বেড়েছে ভ্রাম্যমান বা ভাসমান শ্রমিকদের।
যার যতো বেশী সমর্থক থাকবে তিনি মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে ততো বেশি এগিয়ে থাকবেন। উপজেলা আওয়ামী লীগের এমন ঘোষনায় বিপাকে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। জনপ্রিয়তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গিয়ে একেক জনের কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমর্থকদের সমাবেশে যোগদানের আগে বা পরে মাংস দিয়ে খিচুড়ি বা বিরিয়ানী ভুরিভোজ করাচ্ছেন। এরপর সমর্থকদের দেওয়া হচ্ছে যাতায়াতের জন্য পরিবহন। আবার পকেট খরচ। করা হয় ব্যানার, ফেস্টুন তোরণ। সমর্থকদের দেওয়া হয় মনোয়ন প্রত্যাশীর ছবি সম্বলিত গেঞ্জি বা টুপি। এতে মনোনয়ন পাওয়ার আগেই একজন মনোয়নপ্রত্যাশীর খরচ হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা।
এমনি এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে ধামরাই উপজেলায় ইউনিয়নভিত্তিক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যাচাই-বাছাই পর্ব। ইতোমধ্যে ১৬টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে হয়ে গেছে যৌথ মতবিনিময় সভা। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।
কয়েকটি ইউনিয়নে সরেজমিনে গিয়ে সম্ভাব্যপ্রার্থী,নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে যৌথসভার দিন পাশ্ববর্তী উপজেলা,ইউনিয়ন, বিভিন্ন ধানের চাতাল,ইটভাটার শ্রমিক ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের টাকার বিনিময়ে নিয়ে আসা হচ্ছে।
গত শুক্রবার সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে যৌথ মতবিনিময় সভা করা হয়। সেখানে অন্যান্য ইউনিয়নের তুলনায় বিপুল পরিমান সমর্থকরা অংশগ্রহন করেন। খোঁজ নিয়ে জানা গেছে তিন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে নবাগত প্রত্যাশীরা ভাড়া করা লোকসমাগম করেছেন বেশি।
আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) গাঙ্গুটিয়া ইউনিয়নে যৌথ মতবিনিময় সভা হবে বিকেল তিনটায়। সেখানে কয়েকজন মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মিলন কান্তি রায়, আমজাদ হোসেন, আবদুল কাদের মোল্লা, আউলাদ হোসেন পাশ্ববর্তী সাটুরিয়া উপজেলা থেকে বিপুল সংখ্যক লোক ভাড়া করে জনপ্রিয়তার শীর্ষে থাকার জন্য ব্যাপক আয়োজন করেছেন। এছাড়া আগত সমর্থকদের জন্য তারা নিজস্ব এলাকায় গরু জবাই করে বিরিয়ানী ও খিচুড়ি রান্না করছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, অনেকের জনপ্রিয়তা নেই কিন্তু অর্থের বিনিময়ে লোকভাড়া ও মানসম্মত ভুরিভোজ করিয়ে বিপুল সংখ্যক সমর্থক দেখালেই কি মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে থাকবে? আবার অনেকের অর্থ নেই কিন্তু সৎ হওয়ার কারনে তার জনসমর্থন বেশী আছে। কিন্তু তিনি বেশী সংখ্যক লোক দেখাতে পারেনি বলে কি সে মনোনয়ন পাবে না? যৌথ মতবিনিময় সভা দিয়ে জনপ্রিয়তা যাচাই নয়, গোপনে যাচাই করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বলেন, দলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে মত বিনিময় সভা করা হচ্ছে। এতে মনোনয়নপ্রত্যাশীরা বিপুল সংখ্যক লোকসমাগম ঘটাচ্ছেন। সেখানে জনপ্রিয়তা যাচাই হচ্ছে। তবে মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত।